আমার অভিজ্ঞতা আছে, সবটুকু দিতে বার্সায় এসেছি : অবামেয়াং

শৃঙ্খলাভঙ্গের কারণে আর্সেনালে নেতৃত্ব হারানো পিয়েরে এমরিক অবামেয়াং এখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয় স্প্যানিশ ক্লাবটি। ক্লাবে যোগ দেয়ার পরেই অবামেয়াং মুখোমুখি হন গণমাধ্যমের।

বার্সেলোনার হয়ে প্রথম কথাতেই জানালেন, ‘আমার অভিজ্ঞতা আছে এবং সবটা দেয়ার জন্য বার্সেলোনায় এসেছি। আমি ক্লাবকে সাহায্য করতে চাই। আমি খুব খুশি এবং এখানে আসতে পেরে আমি আনন্দিত। মাঠে নামের জন্য অপেক্ষায় আছি। ‘

আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন না হওয়ার আগেই স্পেনে পৌঁছান অবামেয়াং। বেতন নিয়ে বনিবনা না হওয়ায় গুঞ্জন শোনা যায়, হচ্ছে না চুক্তি। তবে দিন ভর নাটকীয়তার পর দুই পক্ষ এক মতে পৌঁছায়। এ নিয়েই অবামেয়াং বলেন, ‘ এটা একটা লম্বা দিন ছিল কিন্তু দিন শেষে আমি এখানেই থাকছি। আমি মনে করি বিশ্বে মধ্যে অন্যতম বড় ক্লাব এবং এখানে আসতে পারাটা আমার জন্য সন্মানের। ‘

ইতিমধ্যে লা লিগায় খেলার জন্য অবামেয়াং এর নাম রেজিস্ট্রেশন করেছে বার্সেলোনা। এর ফলে আগামী রবিবার লা লিগায় এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। আর্সেনালে তাঁর বেতন ছিল সপ্তাহে চার লাখ ২০ হাজার ডলার। সেটা দেওয়ার সামর্থ্য নেই বার্সার। তাই কম বেতনেই বার্সেলোনার সঙ্গে চুক্তি সেরেছেন এই গ্যাবন জাতীয় দলের অধিনায়ক। আর্সেনালের পাঁচ বছরের ক্যারিয়ারে ১৬৩ ম্যাচে ৯২টি গোল করেছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ