সেঞ্চুরিয়নে শুরু ওয়ানডে লড়াই; ব্যাটিংয়ে বাংলাদেশ

শুরু হয়ে গেল দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে জয়হীন থাকার বদনাম এবার ঘুচাতে মরিয়া তামিম ইকবালের দল।

২০১৭ সালে তখনকার কোচ চন্দিকা হাথুরুসিংহের অধীনে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ।

সেই সফর ছিল রীতিমতো দুঃস্বপ্নের। তিনটি ওয়ানডে এবং দুটি করে টেস্ট আর টি-টোয়েন্টি মিলিয়ে ৬টি ম্যাচেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তবে গত ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের কাছে হার মেনেছিল দক্ষিণ আফ্রিকা। এই জয় থেকেই অনুপ্রেরণা নিয়ে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ঝাঁপিয়ে পড়তে চান অধিনায়ক তামিম ইকবাল।বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি, সব সময়ই দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন‍্য কঠিন হয়। আমাদের এখানে পরিবর্তন আনতে হবে। এটা করার জন‍্য আমার মনে হয়, আমাদের সাহসী ক্রিকেট খেলতে হবে। ওদের চ‍্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কাইল ভেরেইনা, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়া, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।

সূত্রঃ কালের কণ্ঠ