যে কারণে আজ খেলছেন না ডি কক

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশে দেখা যাচ্ছে না অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কককে। বাংলাদেশের বিপক্ষে এই তারকার না থাকা নিয়ে নানা কানাঘুষা শুরু হয়। তবে জানা গেল, সঙ্গত কারণেই নেই ডি কক।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, সাম্প্রতিক অসুস্থতা থেকে এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিকেল দল তার উন্নতি পর্যবেক্ষণ করছে। খেলার মতো ফিট হয়ে উঠছেন কি না, সে ব্যাপারে দ্বিতীয় ওয়ানডের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘

উল্লেখ্য, ডি কক সম্প্রতি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে রঙিন পোশাকে খেলা চালিয়ে যাচ্ছেন। তার বদলে আজ উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন কাইল ভেরেইনা। ২৪ বছর বয়সী ভেরেইনা এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলেছেন। প্রোটিয়াদের সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে তিনি ১১২ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

 

সূত্রঃ কালের কণ্ঠ