বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেই রুশ সেনাবহর কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে

Paris
মার্চ ৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ মাইল দূরে অবস্থান করছে বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে রুশ সেনাবহর খুব একটা দ্রুতগতিতে এগুতে পারেনি।

ইউক্রেনের প্রতিরোধের মুখেই যান্ত্রিক কারণে এই সেনাবহর দ্রুতগতিতে এগুতে পারেনি বলে বৃহস্পতিবার নিয়মিত গোয়েন্দা ব্রিফিংয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, রাশিয়ার উপর্যপুরি বোমা হামলার পরও খারকিভ, চেরনিহিভ এবং মারিতপোল ইউক্রেনের অধীনে রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে রুশ বাহিনীর কয়েকজন সেনা খেরসন শহরে ঢুকে পড়ে। তবে সেখানকার সামরিক পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক