সেই অভিনেত্রীর স্মরণে মিশা-জায়েদের মিলাদ মাহফিল

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু (৩৫)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের আমেজকে থমকে দিয়েছে সে খবর। উৎসব মুখর এফডিসিতে এখন শোকের ছায়া।

এদিকে শিমুর মৃত্যুর পর এ নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করেছে মিশা-জায়েদ প্যানেলের বিদীয় কমিটি।

বুধবার সন্ধ্যার পর এফডিসিতে শিমুর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।

মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীদের আয়োজিত সেই মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন। মিলাদ শেষে তিনি বোনকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ সবার কাছে মৃত বোনের জন্য দোয়া চান খোকন।

এসময় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ও উপস্থিত শিল্পীরা তাকে সান্ত্বনা দেন।

উল্লেখ্য, রোববার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি অভিনেত্রী শিমু। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।  স্ত্রীর নিখোঁজের বিষয়টি থানায় জিডি করেন শিমুর স্বামী নোবেল।

সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে তার লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর থেকেই গুঞ্জন রটে এ হত্যাকাণ্ডের সঙ্গে চিত্রনায়ক জায়েদ খান জড়িত। যদিও এর কোনো সত্যতা মেলেনি।

২৪ ঘণ্টার মধ্যেই রহস্যের সমাধান দেন আইনশৃঙ্খলা বাহিনী। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই শিমুকে তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল খুন করেছেন বলে সত্যতা নিশ্চিত করে পুলিশ।

 

সূত্রঃ যুগান্তর