সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়। শুক্র ও শনিবার বন্ধ থাকার পর রোববারও বন্ধ ছিল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে। তাই আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস।

এদিন বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৭৩ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ১৪৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ২৪২৪ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৬৩টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে।

 

সূত্রঃ যুগান্তর