সিলেটে বাড়ি থেকে কিশোর ‘অপহরণকালে’ জনতার হাতে আটক ১৬, তীব্র উত্তেজনা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার নবাগি গ্রামের তওফিকুল ইসলাম তাইম নামের এক কিশোরকে তার বাড়ি থেকে ‘অপহরণ’ করতে গিয়ে ১৬ কিশোর জনতার হাতে আটক হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে তাইমকে ‘অপহরণ’ করতে তার বাড়িতে ওই ১৬ যান বলে বলে অভিযোগ পাওয়া গেছে। আটকের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নবাগি গ্রামের কছির মিয়ার বাড়িতে এ ১৬ জনকে আটকের ঘটনা ঘটে। এই ঘটনার পর গভীর রাত পর্যন্ত ওই এলাকায় তীব্র উত্তেজনা দেয়া দেয়। পরে রাত ১২টার দিকে তাদের থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রাত সাড়ে ১২টায় বলেন, বিষয়টি ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ১৬ জনকে থানায় নিয়ে এসেছি। দু’পক্ষের মানুষ আসছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও থানায় উপস্থিত আছেন। আটকদের এখন জিজ্ঞাসাদ করা হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আটকরা বিশ্বনাধের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন