সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ১২ কিলোমিটার যানজট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী কোরবানির ঈদের পশুবাহী গাড়ি ও ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এ যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২০টি জেলার গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রবেশ করে। তখন ঢাকামুখী কোরবানির ঈদের পশুবাহী গাড়ি ও ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাশাপাশি সরু সড়ক ও ন্যারো নলকা সেতুর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী লেনে থেমে থেমে যানবাহন চলাচল করলেও ঢাকামুখী লেনে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে।

543Shares