সিঙ্গাপুরে ক্রেনের মধ্যে আটকা পড়ে রাজশাহীর এক শ্রমিকের মৃত্যু

পুঠিয়া প্রতিনিধিঃ

সিঙ্গাপুরে নির্মানাধীন বিল্ডিংয়ের ক্রেনের মধ্যে আটকা পড়ে শরিফুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে সিঙ্গাপুরের সেনজকাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফুল ইসলাম (৪০) বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গন্ডোগোহালী মহল্লার সাইফুল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে সিঙ্গাপুরে অবস্থিত হি ঝান নামের একটি কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

তার সহকর্মীদের বরাত দিয়ে নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় তিনি নির্মানাধিন বিল্ডিংয়ে কাজ করা অবস্থায় রাতে ক্রেনের মধ্যে আটকা পড়ে গুরুতর আহত হন। মুমুর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে সিঙ্গপুরের সেনজকাং জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই সন্তানের জনক শরিফুল ইসলামের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগীতা কামনা করেন।

স/অ