সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

সিংড়া প্রতিনিধি:   নাটোরের সিংড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালি, দোয়া ও আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচি, চিত্রাঙ্কন

প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুকরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক,

পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড রকিবুল হাসান, সিংড়া সার্কেল মো. জামিল আকতার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, ওসি নূর-ই আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম

ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা। পরে শোক দিবসের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

স/আ.মি