সার্চ কমিটি নীলনকশার অংশ : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্চ কমিটি কেমন হল, কারা এলো; এসব নিয়ে আমাদের আগ্রহ নেই। সরকার ক্ষমতায় টিকে থাকতে যে নীলনকশা গ্রহণ করেছে, তার-ই অংশ সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন। এ ধরনের প্রক্রিয়া জনগণের সঙ্গে প্রতারণা। ’

আজ শনিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা অনেকবার প্রমাণ হয়েছে। তাদের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, পারবে না। তাই আগে নির্বাচনকালে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ’

এর আগে নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

 

সূত্রঃ কালের কণ্ঠ