শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাবা কাজী মারুফের পরিচালনায় আরিশা

Paris
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

অনেক দিন ধরে আমেরিকায় আছেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। সেখানে ‘গ্রিন কার্ড’ নামে একটি ছবি নির্মাণ করেছেন কাজী মারুফ। এরমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে ডাবিং।

সেই ডাবিংয়ে অংশ নিয়েছেন কাজী মারুফের ৭ বছর বয়সী ছোট্ট মেয়ে কাজী আরিশা। মারুফ জানিয়েছেন, ছবিটিতে আরিশা অভিনয়ও করেছে।

কাজী মারুফ বলেন, ‘গল্পে ছোট একটা মেয়ের চরিত্র ছিল। আরিশা সেই চরিত্রটি করেছে। সে ক্যামেরার সামনে দারুণ অভিনয় করেছে। তবে সন্দেহ ছিল ডাবিং করতে পারবে কি না! গতকাল সেটাও সে সম্পন্ন করেছে। পরিচালক হিসেবে আরিশার অভিনয়ে মুগ্ধ। আশা করছি, ছবিটি দেখে অন্যরাও তার অভিনয়ের প্রশংসা করবেন। ’

kalerkantho

২০০২ সালে বাবা কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই পান জাতীয় পুরস্কার। জনপ্রিয় অভিনেতা এখন স্থায়ীভাবে আমেরিকা বসবাস করছেন। ‘ইতিহাস’ ছাড়াও ‘ক্যাপ্টেন মারুফ’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। পরিচালক হিসেবে ‘গ্রিন কার্ড’ হবে তাঁর প্রথম ছবি। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ছবিটি নির্মাণ করছেন মারুফ।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন