সাভারে চামড়াশিল্প-সংশ্লিষ্টদের সরকারি আবাসনের দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চামড়াশিল্পের সংশ্লিষ্ট সব সংগঠনের সদস্যদের জন্য নতুন শিল্পনগরী সাভারে সরকারিভাবে আবাসন বরাদ্দের দাবি জানিয়েছে চামড়াশিল্পের সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আবুল কালাম বলেন, দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চামড়াশিল্প। পরিবেশবান্ধব চামড়াশিল্প সাভারে স্থানান্তর করায় এ শিল্পের আরো উন্নয়ন হবে।

অথচ চামড়াশিল্প স্থানান্তরের এ প্রকল্প গ্রহণের আগে এর সঙ্গে জড়িত বহু কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন শিল্পনগরীতে সরকারিভাবে আবাসনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে নতুন শিল্পনগরীতে চামড়াশিল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আবাসন সংকটে ভুগবেন।

তিনি বলেন, ‘চামড়াশিল্পের উন্নয়ন ও পরিবেশবান্ধব চামড়াশিল্প নগরী বাস্তবায়নের জন্য এর সঙ্গে জড়িতদের আগে বসবাসের জন্য জমি দিতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ একর জমি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ না থাকায় আমরা আবাসন সংকটের আশঙ্কায় রয়েছি।’

উল্লেখ্য, চামড়াশিল্পের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের নয়টি সংগঠনে প্রায় ৪০ হাজার সদস্য রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চামড়াশিল্পের সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটির সদস্যসচিব সুজাউল করিম নিপু, চামড়াশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আবুল হোসেন মিয়া প্রমুখ।

 

রাইজিংবিডি