রেকর্ড গড়ে অ্যাডাম পিটির স্বর্ণ জয়

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

বাল্যকালে পানি দেখলে ভয় পেতেন অ্যাডাম পিটি। সেই পিটিই সাঁতারে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন।

আর রোববার রিও অলিম্পিকে নিজের গড়া আগের বিশ্বরেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে তিনি নিজের আগের বিশ্বরেকর্ড ভাঙেন।

রৌপ্য জিতেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ফন দের বাখ এবং ব্রোঞ্জ জিতেন যুক্তরাষ্ট্রের কডি মিলার।

আর ২৮ বছর পর অলিম্পিকের সাঁতারে গ্রেট ব্রিটেনকে স্বর্ণ এনে দেন। ১৯৮৮ সালে ব্রিটেনের হয়ে সবশেষ সাঁতারে স্বর্ণ জিতেছিলেন আদ্রিয়ান মুরহাউস। তিনি ১ মিনিট ০১.৪৯ সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন। যা ছিল তখনকার সময়ের বিশ্ব রেকর্ড।


স্বর্ণ জয়ের পর অ্যাডাম পিটি বলেন, ‘আমি এটা আমার দেশের জন্য করতে পেরেছি। এটা করতে পারাটা আমার জন্য বিরাট কিছু।’ অ্যাডাম পিটি অলিম্পিকে আসার আগে দ্য ওয়াল্র্ড, ইউরোপিয়ান ও কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
সূত্র: রাইজিংবিডি