সাবেক মন্ত্রী পটলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর শুক্রবার (১১আগস্ট) সকালে সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে তার নিজ বাসভবন গৌরীপুরে কোরআনখানি, দোয়া মাহাফিল ও কাঙ্গালীভোজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, ফজলুর পটলের জৈষ্ঠ পুত্র ইয়াছিন আরশাদ রাজন, কনিষ্ঠ পুত্র প্রতিক, বড় জামাতা সুমনসহ থানা যুবদল, সেচ্ছাসেবকদল,শ্রমিকদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে সকালে গৌরীপুরে মরহুমের কবরে দলীয় নেতা কর্মীরা পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

বাদ জুম্মা লালপুর-বাগাতিপাড়া উপজেলার মসজিদে মসজিদে তার আতœার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ২০১৬ সালে ১১ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভারতের কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স/শ