সাপাহার সীমান্তে কাটাতারের বেড়ায় ফেন্সিডিলসহ আটক ৬

সাপাহার প্রতিনিধি:

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা শরীরের মধ্যে বিশেষ কায়দায় সেটিং করা ৫০ বোতল ফেন্সিডিলসহ ৬ জনকে হাতে নাতে আটক করেছে। বৃহস্পতিার বিকেলে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই ক্যাম্পের জোয়ানরা সীমান্তের ৪৭নং মেইন পিলারের ২ আরএস এলাকা থেকে তাদেরকে আটক করে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ে কাঁটা তারের বেড়া কেটে কয়েকজন চোরাকারবারী দেশে প্রবেশ করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের কয়েক জনের শরীরে বিশেষ কায়দায় বাধানো অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ৬ জনকে আটক করে ক্যাম্প এলাকায় নিয়ে আসে।

আটককৃত আসামিরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের আজিজুল হকের ছেলে নাজমুল হক (২৭) মিন্টু শেখের ছেলে রাজু হক (২৫) ইদ্রিস আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) চানশিকারী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে আব্দুল কাদের (৫০) তহিদুল ইসলামের ছেলে ঈদু মিয়া (২২) মৃত খোশ মাহমুদের ছেলে তাহাজিরুল ইসলাম (২৬)।

পালাতক দু’জন হলো সাপাহার উপজেলার কাশিতাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দীন (৩২) ও কৈকুড়ী গ্রামের ইব্রাহিমের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে সুন্দরইল ১৬ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহর আলী জানিয়েছেন।

স/শা