সাপাহারে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২৬জন


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

৫ম ধাপে ইউপি নির্বাচনে নওগাঁর জেলার সাপাহার উপজেলায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সরকার দলীয় সমর্থনের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী মিলে সর্বমোট ২৬জন চেয়ারম্যান প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে সাপাহার সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন,স্বতন্ত্র ৪জন সহ মোট ৫ জন, গোয়ালা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন, স্বতন্ত্র ২জন সহ মোট ৩জন, তিলনা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন,স্বতন্ত্র ৪জন সহ মোট ৫ জন, আইহাই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন,স্বতন্ত্র ৩জন সহ মোট ৪জন,পাতাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন,স্বতন্ত্র ৩জন সহ মোট ৪ জন এবং শিরন্টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১জন,স্বতন্ত্র ৪জনসহ মোট ৫ জন প্রার্থী প্রার্থীতা করছেন বলে রবিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

৫ম ধাপের এই নির্বাচনে আগামী ৫জানুয়ারী এ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেএ/এফ