সাপাহারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উপজেলার প্রথম করোনা রোগী

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী খাইরুল ইসলাম সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন।

জানা গেছে,গত ২৮ এপ্রিল সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামের পল্লী চিকিৎসক খাইরুল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় খাইরুল ইসলাম করোনা ভাইরাস রোগ সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন মেনে চলেছেন।

এমনকি রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে থাকাকালীন সময়েও তাঁর মানসিক দৃঢ়তা ছিল অত্যান্ত আশাবাদি।সে করোনা ভাইরাস প্রতিরোধে সকল নিয়ম কানুন মেনে আজ রোববার ১০ মে দুপুরে সে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছে।

এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন জানান, আমরা আশাবাদী ছিলাম তাকে নিয়ে। প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকল স্বাস্থ্যবিধি নিয়ম কানুন ও নির্দেশনা মেনে চলায় আজ খাইরুল ইসলাম করোনা ভাইরাসের যুদ্ধজয়ী করে বাড়ি ফিরে যেতে পারল।

রাজশাহী ল্যাবে আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এতে তার ফলাফল নেগেটিভ আসে। সে এখন সম্পূর্ণ সুস্থ্য। সে বাড়ি ফিরে গেছে এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি নিয়োমানুযায়ী সে বাড়িতে আবারও ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

শেষে ডা: মুহা: রুহুল আমিন খাইরুল ইসলামকে শুভেচ্ছা হিসেবে কিছু ফল সামগ্রী উপহার দেন।

স/অ

আরো পড়ুন …

সাপাহারে নতুন ভাবে ২ জন করোনা আক্রান্ত, মোট সংখ্যা ১২