হলি ফ্যামিলি-রেড ক্রিসেন্টে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা

চলতি সপ্তাহেই রাজধানীর হলি ফ্যামিলি ও রেড ক্রিসেন্ট হাসপাতালে শুরু হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা। ৫শ’ শয্যার হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের প্রন্তুতি শেষ হওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের।

যদিও এদিন বকেয়া বেতনসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর না পাওয়ার অভিযোগ করেছেন হাসপতাালের চিকিৎসক ও নার্সরা। করোনা রোগীদের চিকিৎসায় এবার ১৩তম কোভিড হাসপাতাল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হলি ফ্যামিলি হাসপাতাল। কয়েকদিনের মধ্যে হাসপাতালটিতে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করে চিকিৎসা শুরু করবে হাসপাতলটি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার নমুনা সংগ্রহে নমুনা করে ১৬ টি ল্যাব ও ৪০ টি বুথ স্থাপন হচ্ছে। হাসপাতালগুলো সাধারণ রোগীদের হয়রানি বন্ধে নির্দেশনা দেয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এদিন হাসপতালের সামনে অবস্থান নিয়েছে হাসপতালোর চিকিৎসক ও নার্সরা।

সূত্রঃ সময়