সাপাহারে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার( ২০ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে, উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষককে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন নাহার সুমী ও উদ্ভীদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম।

প্রশিক্ষণ শেষে বিনামূল্যে কৃষকদের বারী ওয়ান জাতের মালটা, কমলা ও থাই লেবুসহ মোট ১ হাজার ৩শ’ চারা বিতরণ করা হয়।

স/জে