সাপাহারে যুদ্ধের৪৬তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

যুদ্ধের ৪৬তম বার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে অনুশীলন সংঘের আয়োজনে ও নওগাঁ একুশে পরিষদের সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে ২১ বীর শহীদদের স্বরণে শ্রদ্ধাভরে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাপাহার নিউ মার্কেটে আশফাক উল হক (আসমান) চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বিশেষ অতিথি নওগাঁ তেঁতুলিয়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক কর্মী রফিকুদ্দৌলা রাব্বি, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, আব্দুল আজিজ প্রমূখ।

সঞ্চালনায় মাহমুদা খাতুন সিদ্দিকা (মায়া)। এ সময় সেখানে অনুশীলন সংঘের সকল সদস্য, মুক্তিযোদ্ধা সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর এই দিনে সাপাহারকে হানাদার মুক্ত করতে গিয়ে পাকহানাদার বাহিনীর গুলির আঘাতে ২১জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।

 

স/আ