সাপাহারে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন


সাপাহার প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছানোর লক্ষে সারদেশের ১২টি জেলা ও ৩৯টি উপজেলায় বৈকালিক স্বাস্থ্যসেবার কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন জাহিদ মালেক এমপি মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এরি ধারাবাহিকতায় নওগাঁর সাপাহার উপজেলায় বৈকালিক স্বাস্থ্যসেবা’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা’র শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: আবুহেনা মুহাম্মদ রায়হানুজ্জামান সরকার। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাক্তারগণ রোগি দেখবেন।

এখানে অধ্যাপক ৪০০,সহযোগী অধ্যাপক ৩০০,সহকারী অধ্যাপক ২০০ এবং এমবিবিএস ডাক্তার ১৫০ টাকায় সরকারের নির্ধারিত ফিতে রোগি দেখবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলায় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার নার্স ও মিডিয়াকর্মগণ।