সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা


সাপাহার প্রতিনিধি :
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি মদন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরল হক এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষে ও আল হেলাল ইসলামী একাডেমী’র শিক্ষার্থীরা বিপক্ষে অংশগ্রহন করে। প্রতিযোগিতার বিষয় ছিলো “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নিমূলের কার্যকর উপায়”।
এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওশাদ আলী সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ, উপ সহকারী পরিচালক জুয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক অধির চৌধুরী প্রমূখ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় আল হেলাল ইসলামী একাডেমী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।