সাপাহারে জমে উঠেছে আমের বাজার


প্রদীপ কুমার সাহা, সাপাহার :
আমের রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারে জমে উঠেছে আমের বাজার। প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে এই আম বাজার । ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আমের বেচা-কেনা।

ঢাকা,মানিকগঞ্জ,ময়মনসিং, টাঙ্গাইল, সিলেট, লা´সাম, চট্রগ্রাম, চাঁদপুর, বরিশাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য বেবারীরা আসেন এই আমের বাজারে।

উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুসারে ২২ জুন বৃহস্পতিবার ছিলো আমের রাজা আম্রপালি আম বাজারজাত করার। এছাড়াও হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি, চোষা, লখনা,কাটিমন,ব্যানানা,হারিভাঙ্গা আম বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে।

সাপাহারে প্রায় ২৩০টি আমের আড়ৎ রয়েছে, এখানে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকার আম বেঁচা-কেনা হয়। রোববার বেলা ১১টায় নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান- এবারে এ উপজেলায় ১ লক্ষ ৩০ হাজার ৬৮০ মেট্রিকটন আম উৎপাদনের সম্ভবনা রয়েছে, এবং প্রায় ১৫ শ’ হাজার কোটি টাকার আম বাণিজ্য হবে বলে আশা করছেন।