সাপাহারে গ্রাম আদালত পরিচালনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

সাপাহার প্রতিনিধি:

সাপাহারে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মূখ্য অংশীদারদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ পারভেজ বসুনীয়া’র সভাপতিত্বে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় গ্রাম আদালতকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ইউএনডিপি সংস্থার জেলা ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম রতন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মোরশেদা পারভীন, সংস্থার সমন্বয়কারী আহসান হাবিব (নয়ন) প্রমূখ।

এ ছাড়া উপজেলার সবকয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনে ফৌজদারী কার্যবিধি ও দেওয়ানী কার্যবিধি এবং মামলা নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করেন অ্যাডিশনাল পুলিশ সুপার মহাদেপপুর সার্কেল আশরাফুল ইসলাম।

এ সময় আলোচনা সভা ও প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/বি