বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তার বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। সোমবার দুপুরে উপজেলার সান্ন্যাল পাড়ায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম সৃষ্টি খাতুন। তার বাবার নাম রসুল ভুঁইয়া।

স্থানীয়রা জানায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের রসুল ভুঁইয়ার মেয়ে সৃষ্টি খাতুনের বিয়ে একই উপজেলার পাঁচুড়িয়ার গ্রামের রমজান আলী ছেলে আনোয়ারের সাথে ঠিক হয়। কনের নানা বাড়ি সান্ন্যাল পাড়ার আছান মোল্লার বাড়িতে বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) আহসান হাবিব জিতু ঘটনাস্থল আছান মোল্লার বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করেন। এ সময় কনে সৃষ্টি খাতুনকে স্থানীয় ইউপি সদস্য শামসুল মোল্লার জিম্মায় রাখা হয় এবং পরিবারের সদস্যদের নিকট থেকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।

স/বি