সাপাহারে এক মাদক ব্যবসায়ী আটক


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে হাপানিয়া বিওপির বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ভারত থেকে আসা ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে সাপাহার থানায় সোপর্দ করেছে।

সাপাহার থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায় ১৬বিজিবির হাপানিয়া বিওপির হাবিলদার দেলোয়ার হোসেন গত মঙ্গলবার রাত্রি ৯টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের জোডিসিয়াল এলাকায় অভিযান পরিচালনা করছিল।

এমন সময় সিভিল সোর্স মারফত উপজেলার হাপানিয়ার বেলডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে এক ব্যাক্তি মোটর সাইকেল যোগে মাদক নিয়ে সাপাহারে প্রবেশ করার সংবাদ জানতে পারে।

এসময় রাস্তায় টহল দিলে ওই পথে মোটর সাইকেল নিয়ে আসা ব্যাক্তিকে বিজিবি সদ্যরা তার পথ রোধ করে।

এসময় মাদকব্যবসায়ী মোটর সাইকেলটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধরে ফেলে এবং তার শরীর তল্লাসী করে ৩৫পাতার ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আটক ব্যাক্তি উপজেলার খোট্্রাপাড়া গ্রামের মোজাম্মেল শেখ এর ছেলে নুরুল হক (৪৫) ।

পরে বিজিবি সদস্যরা মঙ্গলবার সাপাহার থানায় উদ্ধারকৃত ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নুরুল হক কে থানায় সোপর্দ করলে থানা কর্তৃপক্ষ ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ২৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করে।
মঙ্গলবার বিকেলে ৫টায় বিষয়টি নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।