সাপাহারে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শীর্ষক অবহতিকরণ কর্মশালা


সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে সোমবার(১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে অবহতিকরণ কর্মশালায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক দিলিপ কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন ।

স/জে