সান্তাহারে স্বর্ণালঙ্কারসহ ৩লাখ টাকা চুরি, থানায় অভিযোগ

সান্তাহার প্রতিনিধি :

বগুড়ার সান্তাহারে গভীর রাতে বসত বাড়িতে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে চুরি যাওয়া বাড়ির মালিক স্বপন চন্দ্র দেবনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানাযায়, উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামের বাসিন্দা মোহন্ত চন্দ্র দেবনাথের ছেলে স্বপন চন্দ্র দেবনাথ প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। রাত ৩টায় প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাথরুমের কাছে গিয়ে দেখতে পান আলমারিতে থাকা তার মেয়ের একটি ব্যাগ পরে আছে টিউবওয়েলের কাছে। সন্দেহ হলে তিনি দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আলমারিতে রাখা নগদ ১লক্ষ ৬২হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা ও একটি স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে। রবিবার সকালে বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানালেও দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসী বলছেন, স্বপন চন্দ্র দেবনাথের বাড়িতেই শুধু নয় মাঝে মধ্যেই এরকম ছোট-বড় চুরির ঘটনা ঘটছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরকে গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।