সান্তাহারে আমরা বিপিয়ানের আয়োজনে স্মৃতিচারণ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার বনমালী-পরমেশ^র (বিপি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সেতুবন্ধন ‘আমরা বিপিয়ান’ সংগঠনের আয়োজনে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক পবিত্র কুমারের সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ১৯৬৯ সালের এসএসসি ব্যচের প্রাক্তন ছাত্র নিউইয়র্ক প্রবাসী ডাক্তার মঈনুল আহসান।

আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার হামিদুর রহমান রানা, প্রকৌশলী সাইদুল আহাসান রিয়াল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, আওয়ামীলীগ নেতা বিপ্লব, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, আব্দুল মতিন, দেওয়ান আল আমিন বাবু, বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলী, মুকুল, অশোক, কামরুজ্জামান নান্নু, জহিদ, আমরা বিপিয়ান গ্রুপের এডমিন নাসীফ আরেফিন নিবির, আল সায়াদ পারভেজ, ফরিদ, নাহিদ ও জামান প্রমূখ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিউইয়র্ক প্রবাসী ডাক্তার মঈনুল আহসান বলেন, ৫৫ বছর পর বিদ্যালয়ের এমন এমটি স্মৃতিচারণ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত, সম্মানিত ও আনন্দিত মনে হয়েছে। বহুদিন পর ব্যাচমেট ও শিক্ষকদের সাথে দেখা হওয়ার পর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়। মনে পড়ে যায় স্কুল জীবনের নানান স্মৃতি। আমরা বিপিয়ান গ্রুপটি আগামী দিনে আরো বড় পরিসরে বিভিন্ন ধরনের আয়োজন করবেন বলে প্রত্যাশা করছি।