বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেমিনার 

নিজস্ব প্রতিবেদক :

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার প্লানিং ফর বিজনেস স্টুডেন্টস” শীর্ষক সেমিনার বৃহস্পতিবার  রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সোবহান। কলেজ অধ্যক্ষ মো. এরশাদ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আব্দুল কুদ্দুস, সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সাবরিন নাহার। সেমিনারে বিভাগীয় প্রধান ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক সাজেদুল ইসলাম, প্রাপ্তি সাহাসহ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।