সাতক্ষীরায় উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিতে আ. লীগ নেতার বাধা

সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে বাঁধা প্রদান ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লেনিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এম শফিউল আজম লেনিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সে গাবুরার সাবেক চেয়ারম্যান নওশের গাইনের বড় ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাইক্লোন আম্পান থেকে রক্ষা করতে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে পুলিশ, জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, কিন্তু জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লেনিন তার কিছু লোকজন নিয়ে সকাল থেকে উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বাঁধা দিতে থাকে। পুলিশ একাজে বিরত থাকতে নিষেধ করলে সে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তিতে নেমে পড়ে। বিকেল তিনটায় সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সূত্র: দেশ রুপান্তর