সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, ভারতের সঙ্গে মিল রাখার দাবি

ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা ভারত-বাংলাদেশ একই সময় দেয়ার দাবি ও করোনার মধ্য ইলিশ মৌসুমে বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবীসহ স্থানীয় জনসাধারণ।

শনিবার পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধনের আয়োজন করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা আড়তদার সমিতি। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুম, বিএফডিসি আড়তদার সমিতির সম্পাদক জাহাঙ্গীর জোমাদ্দার, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ দুলাল মিয়া প্রমুখ।

 

সুত্রঃ যুগান্তর