সাংবাদিক শাহীন রেজা নূরের লাশ আসছে বুধবার

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:  শহীদ বৃদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের লাশ কানাডা থেকে আগামী বুধবার দেশে আসবে।

শাহীন রেজার ভাই তৌহিদ রেজা নূর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটে শাহীন রেজা নূরের লাশ দেশে এসে পৌঁছবে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ মার্চ কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালেমারা যান শাহীন রেজা নূর।

তার লাশ দেশে আসার পর তাকে বহনের জন্য গাড়ি বহর বা অন্যান্য যেসব সুবিধাদির প্রয়োজন হবে, তা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

তৌহিদ রোজা নূর বলেন, বিমানবন্দর থেকে প্রথমেই শাহীন রেজা নূরেরমরদেহ সরাসরি মোহাম্মদপুরের আসাদ এভিনিউর তার পৈতৃক নিবাসে আনা হবে।

সেখানে সকাল ৭টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৯টায় বাসা সংলগ্ন মসজিদে প্রথম জানাজা হবে।

এরপর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার লাশ রাখা হবে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শাহীন রেজা নূরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে।