সোমবার , ৬ নভেম্বর ২০১৭ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাঁওতালদের প্রতি নির্যাতনের বিচার এবং ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন

Paris
নভেম্বর ৬, ২০১৭ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, বাড়ি-ঘর ভাঙচুর ও বর্বর নির্যাতনের বিচার এবং ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুুয়ার, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহবায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তীর্কি, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক রতিশ টপ্য, অর্থ সম্পাদক অনিল রবিদাস, দপ্তর সম্পাদক পলাশ পাহান, প্রকাশনা সম্পাদক বাসুদেব মাহাতো, সদস্য মলি বিশ্বাস, রাজশাহী কলেজ শাখার সাবেক যুগ্মআহবায়ক দুলাল চন্দ্র মাহাতো।

এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী সভাপতি রঘুনাথ রবিদাস, জনউদ্যোগ রাজশাহীর ফেলো জুলফিকার আহমেদ গোলাপ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তামিম সিরাজী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী জেলা সভাপতি সোহরাব হোসেন,।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধায় আদিবাসী সাঁতালদের হত্যার এক বছর অতিবাহিত হয়ে গেলেও তিনজন সাঁওতাল রমেশ টুডু, শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি হত্যাকান্ডের বিচার হয়নি। এখনো তারা তাদের বাপ-দাদার জমি ফেরত পায় নি। এখনও বাগদাফার্ম মিল কর্তৃপক্ষ ও হত্যাকারীরা আবারও সন্ত্রাসী হামলার হুমকি ও প্রতিনিয়ত ভয়-ভীতি দেখাচ্ছে।

বক্তারা বলেন, হত্যাকারীরা সরকারী লোক হওয়ায় রাষ্ট্র তাদের বিচার করতে নানা তালবাহানা করছে। আদিবাসীদের বিচারের আশ্বাস দিলেও সরকারের ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে। এখনও ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের কোন উদ্যোগ গ্রহন করেনি। আদিবাসীরা এই মানববন্ধন থেকে সাহেবগঞ্জ বাগদাফার্ম কর্তৃক কেড়ে নেওয়া বাপ-দাদার ১৮৪২ একর জমি ফেরতের দাবী জানান।

 

স/আ

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর