সস্তার ফোন আর সহজলভ্য ইন্টারনেট বাড়াচ্ছে অনলাইনে শিশুযৌন হেনস্থা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্মার্টফোন সস্তা হওয়ায় এবং সহজলোভ্য ইন্টারনেটের জেরে বাড়ছে অনলাইন শিশু যৌন হেনস্তা ৷ এমনই রিপোর্ট দিচ্ছে ফেসবুকের প্রাক্তন এক্সিকিউটিভ জোয়ানা শীল্ডস প্রতিষ্ঠিত এক শিশুকল্যাণ গোষ্ঠীর করা সমীক্ষা৷

এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শিশু যৌন হেনস্থার ভিডির মূল্য গত কয়েক বছরে ৫০ ডলার থেকে কমে ১৫ ডলার হয়ে গিয়েছে৷ যুবক যুবতীদের মধ্যে যৌন ছবি নিজেদের মধ্যে এত বেশি শেয়ার হওয়ার জেরে তা একেবারে মহামারির আকার ধারণ করেছে বলে মনে করছেন শিল্ডস৷

এই ঘটনায় অভিযুক্তদের উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন শীল্ডস৷ প্রযুক্তিগত ভোগ্যপণ্যের জেরে এই শিশু যৌন হেনস্তার ছবি ছড়িয়ে পড়ছে৷ যেখানে ১৯৯০ সালে এমন ছবি ইন্টারনেট মাধ্যমে ঘুরত ৭০০০ ছবি সেখানে এখন প্রতি মাসেই এমন ৮০,০০০ছবি আসছে৷

এই ছবি বিশ্লেষণ করে অপর একটি রিপোর্ট জানাচ্ছে ১০ বছরের কম বয়েসের শিশুদের ছবি ২০১৪ সালে ৮০ শতাংশ থেকে কমে ৫৩ শতাংশ হয়েছে ২০১৬ সালে৷ তবে ১১ থেকে ১৫ বছরের বাচ্চাদের সংখ্যা ২০১৪ সালে ১৮ শতাংশ থেকে ২০১৬ সালে বেড়ে হয়েছে ৪৫ শতাংশ৷