করোনায় সর্বাধিক সুস্থ রাজশাহী বিভাগের হাসপাতালে, দেশে আক্রান্ত আরও ৭০৯

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনা আক্রান্তের হার ছাড়ালো ১৩ হাজার। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা শেষে আরও ৭০৯ আক্রান্ত হয়েছেন।

মারা গেছে আরও ৭ জন। নতুন করে সুস্থ হয়েছে ১৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ হাজার ১০১ জন। যার মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন রাজশাহী বিভাগের হাসপাতাল থেকে।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে সবশেষ হালনাগাদ তথ্য তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, কভিড-১৯ এ দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২০৬ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৩,১৩৪ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত ৩৮ লাখ ৭৫ হাজার।

স/আর

আরও পড়ুন:

দুই’শর কাছাকাছি রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত, দেখুন কোন জেলায় কত-