সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৬৭৭ নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভাগ, সংস্থায় নিয়োগ দেওয়া হবে ৬৭৭ জন। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। ছাপা হয়েছে ১৫ নভেম্বর দৈনিক জনকণ্ঠ ও ১৬ নভেম্বর প্রথম আলো পত্রিকায়। রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট চতুর্থ গ্রেডের অস্থায়ী পদে নেওয়া হবে ১ জন। বিভিন্ন মন্ত্রণালয়ে সিস্টেম অ্যানালিস্ট পঞ্চম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে ৫ জন, প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডের অস্থায়ী পদে ৯ জন, সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে ১০৩ জন ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে ১৪ জন নেওয়া হবে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সিনিয়র প্রোগ্রামার পঞ্চম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের অস্থায়ী পদে ২৬৫ জন নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহকারী জেলা শিক্ষা অফিসার নবম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা নবম গ্রেডের স্থায়ী পদে ৮২ জন নেবে। উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ দশম গ্রেডের স্থায়ী পদে ২ জন, উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের স্থায়ী পদে ৪ জন, গ্রন্থাগারিক দশম গ্রেডের অস্থায়ী পদে ১ জন নেবে বাংলাদেশ টেলিভিশন। রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) পদে ৭ জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং) পদে ২ জন, উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৩০ জন, উপসহকারী প্রকৌশলী (ড্রইং) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার) দশম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, উপসহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) দশম গ্রেডের স্থায়ী পদে ৯ জন ও উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) দশম গ্রেডের স্থায়ী পদে ১৮ জন নেবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমি রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান দশম গ্রেডের স্থায়ী পদে ১ জন। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর ইন্সপেক্টর দশম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল সুপারভাইজার ১০ম গ্রেডের স্থায়ী পদে ১ জন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দশম গ্রেডের স্থায়ী পদে ২৫ জন নেবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল-টিটিসি) দশম গ্রেডের অস্থায়ী পদে ৪ জন, চিফ ইন্সট্রাক্টর (কম্পিউটার-টিটিসি) দশম গ্রেডের অস্থায়ী পদে ৩ জন, চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল-টিটিসি) দশম গ্রেডের অস্থায়ী পদে ৪ জন, চিফ ইন্সট্রাক্টর (সিভিল-টিটিসি) দশম গ্রেডের অস্থায়ী পদে ২ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-ইলেকট্রিক্যাল) দশম গ্রেডের অস্থায়ী পদে ১২ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-কম্পিউটার) দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-সিভিল) দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-ইলেকট্রনিকস) দশম গ্রেডের অস্থায়ী পদে ৭ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-মেকানিক্যাল) দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-ওয়েল্ডিং) দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন ও ইন্সট্রাক্টর (টিটিসি-অটোমোবাইল) দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন নেওয়া হবে।

 

আবেদনের নিয়ম

আবেদনের যোগ্যতা জানা যাবে বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত। bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত নিয়ম জানা যাবে।

 

নিয়োগ প্রস্তুতি

সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র প্রোগ্রামার ও প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার পদের প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার পদ দুটি ছাড়া বিজ্ঞপ্তির বাকি সব পদ টেকনিক্যাল। টেকনিক্যাল পদের প্রার্থীদের বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

নবম গ্রেডের প্রার্থীদের জন্য ১০০ নম্বর আর দশম গ্রেডের জন্য ৫০ নম্বর। রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার পদ দুটি হলো নন-টেকনিক্যাল। এ পদে বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান ৪০ এবং গণিত ও মানসিক সক্ষমতা বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোনো পদে আবেদনকারী এক হাজারের বেশি হলে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। ১ ঘণ্টার পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। এরপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। উত্তীর্ণদের অংশ নিতে হবে মৌখিক পরীক্ষায়।

 

বেতনক্রম

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে বেতনক্রম হবে ৫০০০০-৭১২০০ টাকা। সিস্টেম অ্যানালিস্ট ও সিনিয়র প্রোগ্রামার পদে বেতন স্কেল ৪৩০০০-৬৯৮৫০ টাকা। প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার পদে বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা পদে বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), উপ-সহকারী প্রকৌশলী (এস্টিমেটর), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (ড্রইং), উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার), উপসহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন), উপহকারী প্রকৌশলী (ইলেকট্রিক), রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান, ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (সিভিল) (টিটিসি), গ্রন্থাগারিক, ইন্সট্রাক্টর (টিটিসি) (ইলেকট্রিক্যাল), ইন্সট্রাক্টর (টিটিসি) (কম্পিউটার), ইন্সট্রাক্টর (টিটিসি) (সিভিল), ইন্সট্রাক্টর (টিটিসি) (ইলেকট্রনিকস), ইন্সট্রাক্টর (টিটিসি) মেকানিক্যাল), ইন্সট্রাক্টর (টিটিসি) (ওয়েল্ডিং) ও ইন্সট্রাক্টর (টিটিসি) (অটোমোবাইল) পদে  বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা।

 

যোগাযোগ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়

আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা—১২০৭।

সূত্র: কালের কন্ঠ