সপ্তাহের শেষ দিকে বৃষ্টির আভাস

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সপ্তাহের শেষের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৫ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছেন, টানা চার দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারাদেশে। এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (২৭ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর সপ্তাহের শেষের দিকে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন