সন্ত্রাসীরা যেখান থাকবে সেখানেই অভিযান চলবে: এরদোগান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, সিরিয়ার ভূমি দখল করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসীদের নির্মূল করা। সন্ত্রাসীরা যেখানে থাকবে তুর্কি বাহিনী সেখানেই অভিযান চালাবে। ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের (একেপি) এক সভায় শনিবার এরদোগান এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে আফরিনের ৮৫০ কিলোমিটার এলাকা তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তাবে ৮৫০ কিলোমিটার নয়, আফরিনের গোটা ২ হাজার কিলোমিটার তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া হবে।

সভায় দলীয় নেতৃকর্মীদের অবহিত করে এরদোগান জানান, জানুয়ারি মাসের শেষের দিক থেকে আফরিনের শুরু হওয়া তুর্কি অভিযানে এ পর্যন্ত ৩ হাজারের বেশি কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে।

উল্লেখ্য, শত্রুসেনা হত্যা বা আত্মসমর্পণ করাকে নিষ্ক্রিয় বলে অভিহিত করে তুরস্ক। জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে তুর্কি বাহিনী সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত ৪১ তুর্কি সেনা নিহত হয়েছে।

যুগান্তর