মধ্যপ্রাচ্যকে রক্ষা করা ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদার করা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ান। হল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসলামি বিপ্লবের পর ইরানের জাতীয় সংসদ কার্যকর সংস্থায় পরিণত হয়েছে। বৈঠকে আমির আবদুল্লাহিয়ান ইরানের ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত মর্যাদার কথা উল্লেখ করে বলেন, দেশের এবং এ অঞ্চলের নিরাপত্তা জোরদার করা তেহরানের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি এ সময় ইরানের অভ্যন্তরে টেকসই নিরাপত্তার কথাও তুলে ধরেন।

ইরানের শীর্ষপর্যায়ের এ কর্মকর্তা আরো বলেন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।

যুগান্তর