সন্তান কোলে ভারতের বিপক্ষে লড়তে আসেন পাকিস্তান অধিনায়ক

বিশ্বকাপের মঞ্চে আজ ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। ম্যাচটি ১০৭ রানের বিশাল ব্যবধানে দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত। মিতালী রাজদের করা ৭ উইকেটে ২৪৪ রানের জবাবে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গিয়েছে বিসমাহ মারুফের দল।  দুই শত্রু দেশের ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় চলে এসেছে ক্রিকেটারদের সম্প্রীতি।

যার মধ্যমণি হয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।  kalerkantho

 

গত বছরের আগস্টে বিসমাহ মারুফ একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এজন্য তিনি বোর্ডের থেকে মাতৃত্বকালীন ছুটিও আদায় করে নেন। ৬ মাস বয়সী শিশুকন্যা বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারবে না। তাই মেয়েকে নিয়েই আজ মাঠে চলে আসেন বিসমাহ। তার কন্যাও এই প্রথম কোনো স্টেডিয়ামে এলো।  kalerkantho

মাঠের খেলায় ব্যাট হাতে ভালো করতে পারেননি বিসমাহ। দিপ্তি শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে তার সংগ্রহ ২৫ বলে ১৫ রান। ম্যাচ শেষে বিসমাহ এবং তার কন্যা হয়ে ওঠেন উদযাপনের উপলক্ষ। ভারতীয় দলের ক্রিকেটাররা গিয়ে বিসমাহ এবং তার কন্যার সঙ্গে সেলফি তোলেন। এসব সম্প্রীতির ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

 

সূত্রঃ কালের কণ্ঠ