অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিয়মিত হবেন জোলি

কয়েক বছর হলো অভিনয়ে ততটা নিয়মিত নন অ্যাঞ্জেলিনা জোলি। গেল এক বছরে যদিও দুটি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু তাতে ভক্তদের মন ভরবে কেন। তবে জোলিভক্তদের জন্য সুসংবাদ—অভিনয়ে ফের নিয়মিত হচ্ছেন তিনি। প্রযোজনা সংস্থা ‘ফ্রিমেন্টেল’-এর সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন অভিনেত্রী।

চুক্তির আওতায় অস্কারজয়ী অভিনেত্রীকে প্রযোজনা সংস্থাটির টিভি সিরিজ, চলচ্চিত্র ও তথ্যচিত্রে দেখা যাবে। ‘ফ্রিমেন্টেল’ ও জোলির কাজ শুরু হতে যাচ্ছে জনপ্রিয় বই ‘উইদাউট ব্লাড’ অবলম্বনে নতুন একটি প্রজেক্ট দিয়ে। এটি প্রযোজনা ও পরিচালনায়ও করবেন জোলি, শুটিং হবে ইতালিতে।

kalerkantho

জর্দান সীমান্তে সিরিয়ান উদ্বাস্তু শিশুদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি। সমাজকর্মে বরাবরই এই অভিনেত্রী সরব

অভিনয়ে নতুন চুক্তি প্রসঙ্গে এক বিবৃতিতে জোলি বলেন, ‘বিশ্বের দর্শকের কাছে স্বাধীনভাবে গল্প বলার স্বাধীনতা ভীষণ গুরুত্বপূর্ণ। নিবেদিতপ্রাণ এই টিম, যাদের একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আছে তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। ’
চুক্তি প্রসঙ্গে ফ্রিমেন্টেলের গ্লোবাল প্রধান নির্বাহী জেনিফার মুলিন বলেন, ‘জোলির সঙ্গে চুক্তি করতে পেরে আমরা রোমাঞ্চিত। প্রযোজনা, পরিচালনা, অভিনয় ও মানবতাবাদী কাজ মিলিয়ে তিনি তার ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। আমরা দুনিয়ার নানা প্রান্তের গল্প তুলে এনে মানুষের কাছে পৌঁছে দেব। বৈশ্বিক দর্শকদের কাছে শক্তিশালী ও অভিনব গল্প নিয়ে আসার ব্যাপারে আমরা আশাবাদী। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ