সন্তানের জন্ম দিতে অক্ষম পুরুষের সংখ্যা বেড়েছে কলকাতায়

সিল্কসিটিনিউজ ডেস্ক: সন্তানের জন্ম দিতে অক্ষম, এমন পুরুষের সংখ্যা বেড়ে গিয়েছে কলকাতায়৷ কারণ, এই সব পুরুষ বন্ধ্যাত্বের শিকার৷ বন্ধ্যাত্বের চিকিৎসায় বেসরকারি এক কেন্দ্রের সমীক্ষায় প্রকাশ পেয়েছে এমনই তথ্য৷ বদলে যাওয়া জীবনযাপনে অনিয়ন্ত্রিত বিভিন্ন অভ্যাস এবং মানসিক চাপের কারণে কলকাতার পুরুষদের মধ্যে সন্তানের জন্ম দেওয়ার অক্ষমতা বাড়ছে বলেও ওই সমীক্ষায় জানানো হয়েছে৷

কলকাতার ওই চিকিৎসা কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম রথ বলেন, ‘‘বন্ধ্যাত্বের শিকার, কলকাতায় এমন পুরুষের সংখ্যা বেড়ে গিয়েছে৷ দেখা যাচ্ছে, ২০-৩০ শতাংশ ক্ষেত্রে এখন সন্তানহীনতার জন্য পুরুষরা অক্ষম৷’’ পুরুষরাও যে বন্ধ্যাত্বের শিকার হতে পারেন, এই বিষয়ে এখনও সাধারণ মানুষের বিভিন্ন অংশে সেভাবে সচেতনতা বাড়েনি৷ কিন্তু, কলকাতার পুরুষদের মধ্যে কেন বাড়ছে সন্তানের জন্ম দেওয়ার অক্ষমতা? অরিন্দম রথের কথায়, ‘‘বদলে যাওয়া জীবনযাপনে অনিয়ন্ত্রিত বিভিন্ন অভ্যাস এবং অতিরিক্ত মানসিক চাপের জন্য বন্ধ্যাত্বের শিকার, এমন পুরুষের সংখ্যা কলকাতায় বেড়ে চলেছে৷’’

একই সঙ্গে তিনি অবশ্য জানিয়েছেন, জেনেটিক কারণে যেমন কোনও পুরুষ বন্ধ্যাত্বের শিকার হতে পারেন৷ তেমনই, ওবেসিটি, ডায়াবেটিস সহ কোনও কোনও অসুখের কারণেও কোনও পুরুষ এই ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারেন৷ অন্যদিকে, বিশেষজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে এমনও জানানো হয়েছে যে, বদলে যাওয়া জীবনযাপনে অনিয়ন্ত্রিত বিভিন্ন অভ্যাস যেমন অতিরিক্ত মাত্রায় মদ্যপান, তামাকজাত বিভিন্ন দ্রব্যের ব্যবহারের কারণেও সন্তানের জন্ম দিতে অক্ষম হয়ে পড়তে পারেন কোনও পুরুষ৷ বিশেষ করে বিভিন্ন শহরাঞ্চলের পুরুষদের মধ্যে এই ধরনের সমস্যা আগের তুলনায় এখন অনেক বেশি দেখা যাচ্ছে৷