সচিবের মর্যাদা পাবেন জেলা জজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম তালিকায় সচিবদের সঙ্গে সমপদমর্যাদায় থাকবেন জেলা জজেরা।

 

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ২৪-এ থাকা জেলা জজদের ১৬-তে থাকা সচিবদের সঙ্গে সমপদমর্যাদায় নিয়ে আসা হয়েছে।

 

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির দেওয়া রায়ে এ ক্রম ঠিক করে দেওয়া হয়।

 

২০১৫ সালের ১১ জানুয়ারি এ রায় দেওয়া হয়। বৃহস্পতিবার এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

 

সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রব চৌধুরী। হাইকোর্টে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান।

সূত্র:রাইজিংবিডি