রাজশাহীতে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে ‘সেবার মান বৃদ্ধি করি সবার প্রত্যাশা পূরণ করি’ এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী পরিবার পরিকল্পনার কার্যালয়ে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, রাজশাহী পরিবার পরিকল্পনার সভাপতি মলয় কুমার রায়। আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক রাজশাহী নাসিম আক্তার এরিন, ডেপুটি সিভিল সার্জন রাজশাহী ফাহানা হক, অধক্ষ ফরিদুল হক প্রমুখ।

আলোচনা সভায় রাজশাহী বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ানের গর্ভবতী মায়েদের সেবা, প্রসব সেবা, প্রসূতি সেবা, ৫ বছরের শিশুদের সেবা, টিকাদান কর্মসূচি, ভিটামিন এ ক্যাপসুল বিতারণ ইত্যাদি কর্মসূচিতে রাজশাহীর জেলার সকল চিকিৎসা কেন্দ্রর চিকিৎসার মান উন্নায়নের লক্ষে এ আলোচনা সভা হয় ।

সারা দেশ ও রাজশাহীর চিকিৎসার মান তুলে ধরা হয়। এতে পরিবার পরিকল্পনায় বাংলাদেশ ৬২শতাংশ রাজশাহীতে ৬৯ শতাংশ, কিশোরী মাতৃত্বের হার বাংলাদেশ ৩১শতাংশ রাজশাহীতে ৩৭, পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাংলাদেশে ১২শতাংশ রাজশাহীতে ০৮ শতাংশ, স্বাস্থ্য সেবার প্রসার বাংলাদেশে ৩৭ শতাংশ  রাজশাহীতে ৩৯ শতাংশ, মাতৃমৃত্যু হার বাংলাদেশে ১.৭ শতাংশ রাজশাহীতে ১.৬ শতাংশ, শিশু মৃত্যু হার বাংলাদেশে ৩৭ শতাংশ রাজশাহীতে ৩৫ শতাংশ এছাড়াও তুলনামূলক ভাবে আরো সেবার মান আলোচনা করা হয়।

এরপর রাজশাহী অঞ্চলকে চ্যালেঞ্জ হিসাবে বাল্য বিবাহ, কিশোর মাতৃত্ব ৩৯ শতাংশতে নিয়ে আসা, প্রতিষ্ঠানিক ডেলিভারি হার কম, ইউনিয়ানে স্বাস্থসেবার কল্যাণ ইত্যাদি বিষয়ের উপর পদক্ষেপ নেওয়া হয়।
স/তা