সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৯ জানুয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে। সেদিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন বসবে। এটা নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন।

সংসদ সচিবালয় জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে আজ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন কত দিন চলবে তা জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। তবে বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ও আগামী দিনের নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন।

ইতিমধ্যেই মন্ত্রীসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে।