মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিশর ও জর্ডানে প্রশিক্ষিত কুকুর পাঠাবে না যুক্তরাষ্ট্র

Paris
ডিসেম্বর ২৪, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিস্ফোরক খুঁজে বের করতে জর্ডান ও মিশরে প্রশিক্ষিত কুকুর পাঠানো বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

কর্মকর্তারা বলছেন, এর আগে যেসব কুকুর পাঠানো হয়েছিল অবহেলার কারণে তাদের অনেকের মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “এরকম কোন কুকুরের মৃত্যু সত্যিই খুব দুঃখজনক ঘটনা।”

গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে জর্ডান ও মিশরে পাঠানো এরকম ১০০টিরও বেশি কুকুর অবহেলার শিকার হয়েছে।

এছাড়াও অন্যান্য দেশে আরো আটটি কুকুরকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি।

সন্ত্রাসবাদ-বিরোধী কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব প্রশিক্ষিত কুকুর বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে।

এবিষয়ে মিশর ও জর্ডানের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি।

ওয়াশিংটন এই দুটো দেশে আপাতত কুকুর পাঠানো বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে সোমবার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে কুকুরের এরকম মৃত্যু ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“বিভিন্ন দেশে সন্ত্রাস দমনে ও মার্কিন নাগরিকদের জীবন রক্ষায় এসব কুকুর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,” বলেন একজন কর্মকর্তা।

তবে তিনি বলেছেন, “ইতোমধ্যেই যেসব কুকুর জর্ডান ও মিশরে পাঠানো হয়েছে আপাতত সেগুলো সেখানেই থাকবে।”

বিলুপ্তপ্রায় গণ্ডার বাঁচাচ্ছে যে কুকুর

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জর্ডানে একটি কুকুর মারা গেছে হাইপারথারমিয়া বা হিট স্ট্রোকে।

এছাড়াও আরো দুটো কুকুরকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে।

কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে একটি কুকুরের অবস্থা এতোই খারাপ হয়েছিল যে তাকে মেরে ফেলতে হয়েছে।

এমাসে প্রকাশিত আরো একটি রিপোর্টে দেখা গেছে, জর্ডানে পাঠানো আরো দুটো কুকুরের “অস্বাভাবিক” মৃত্যু হয়েছে।

বলা হচ্ছে, একটি মারা গেছে হিট স্ট্রোকে এবং পুলিশের ছিটানো কীটনাশকের কারণে মারা গেছে অন্যটিও।

যুক্তরাষ্ট্র এই জর্ডানেই সবচেয়ে বেশি প্রশিক্ষিত কুকুর পাঠিয়েছে। বলা হচ্ছে, তাদের সংখ্যা একশোর মতো।

যুক্তরাষ্ট্রের রিপোর্টে আরো বলা হয়েছে, মিশরে যে দশটি কুকুর পাঠানো হয়েছিল তাদের তিনটি ফুসফুসের ক্যান্সারসহ নানা ধরনের অসুখে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক