শেন ওয়াটসন এবার সহকারী কোচ

দ্রুতই ঘনিয়ে আসছে আইপিএল শুরুর দিনক্ষণ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দলটি সাবেক ভারতীয় পেসার অজিত আগরকারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।

এবার তার সঙ্গে যুক্ত হলেন ওয়াটসন।

গত কয়েক মৌসুম ধরে দিল্লির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রিকি পন্টিং। তার সহকারী কোচ ছিলেন প্রবীণ আমরে। এবার তার সঙ্গে আগরকার এবং ওয়াটসনকে যুক্ত করা হয়েছে। দলের বোলিং কোচ জেমস হোপস। গত মৌসুমে ‘মেন্টর’ হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফকে নিযুক্ত করেছিল দিল্লি। তবে এবার আর তিনি দলের সঙ্গে নেই।

নতুন দায়িত্ব পাওয়ার পরে ওয়াটসন বলেছেন, ‘আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। রাজস্থান রয়্যালসের হয়ে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিলাম। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। এবার কোচিং করানোর সুযোগ পাচ্ছি। রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাব। তার কাছে অনেক কিছু শিখতে পারব। তাই ভারতে যাওয়ার জন্য মুখিয়ে আছি। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ