শেখ হাসিনা স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাস

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা শেষে জানা যায়, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য নিয়োগ পেয়েছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাস।

এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, দুটি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে। ওই দুটির প্রেজেন্টেশন দেখে মনে হয়েছে ভালো। ওরা নামকরা। পৃথিবীর নামকরা স্টেডিয়াম থেকে শুরু করে সবখানেই কাজ করেছে। এমসিজি, ওভাল… ওদের দুটি প্রেজেন্টেশন দেখেই আমরা খুশি।

কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার নামে দুটি কোম্পানিকে বাছাই করা হয়েছে। দুটি কোম্পানিরই বিশ্বের বড় বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা আছে। অলিম্পিক-ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম প্রতিষ্ঠান দুটি তৈরি করেছে। বিসিবি সবকিছু দেখেই পপুলাসকে বাছাই করে

সূত্র: যুগান্তর